এক রাত, দুই আগুন—জোলাইবাড়িতে আতঙ্কের আগুনঝরা অধ্যায়
শুক্রবার রাতে জোলাইবাড়ির কলসি বাজার ও দক্ষিণ জোলাইবাড়ির শ্যামসুন্দর পাড়ায় পরপর ভয়াবহ অগ্নিকাণ্ডে চাঞ্চল্য। খবর পেয়ে জোলাইবাড়ি ও শান্তিরবাজার দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় দুটি ঘর ও একাধিক দোকান পুড়ে যায়। আগুনের কারণ খতিয়ে দেখছে পুলিশ।
