শ্রীনগরে social degradation-এর করুণ ছবি
শ্রীনগর থানার অন্তর্গত ৮ নং পাড়া এলাকায় বৃদ্ধ বাবার উপর অকথ্য নির্যাতনের অভিযোগে তার ছেলেকে গণধোলাই দেয় এলাকাবাসী। এই ঘটনা সমাজে ক্রমবর্ধমান social degradation-এরই প্রতিফলন বলে মনে করছেন অনেকে। খবর ছড়াতেই এলাকায় চরম উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ পৌঁছে তদন্ত শুরু করেছে।
