Save Water—এই বার্তাকে সামনে রেখে বর্তমান সরকার টেকসই উন্নয়ন ও ভবিষ্যৎ কৃষি সুরক্ষায় বৃষ্টির জল সংরক্ষণ ও বনায়নের উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। একথা জানালেন কৃষি ও কৃষককল্যাণ মন্ত্রী রতন লাল নাথ। মোহনপুরের তারানগরে তারা সুন্দরী বাঁধ সংলগ্ন এলাকায় ‘ওয়াটারশেড ম্যানেজমেন্ট ফেস্টিভ্যাল ২০২৫’ উদ্বোধনকালে তিনি বলেন, জল সংরক্ষণ ছাড়া কৃষি ও খাদ্য নিরাপত্তা অসম্ভব।মন্ত্রী জানান, পৃথিবীতে জল থাকলেও সঠিক সংরক্ষণের অভাবে বিশ্ব আজ জল সংকটের মুখে। ভবিষ্যতে জলকে কেন্দ্র করে বড় সংঘাতের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তিনি উল্লেখ করেন, যেখানে হরিয়ানা, পাঞ্জাব ও রাজস্থানে প্রায় সম্পূর্ণ ভূগর্ভস্থ জল ব্যবহার হচ্ছে, সেখানে ত্রিপুরায় ব্যবহার মাত্র ৯ শতাংশ—তবু ভবিষ্যতের জন্য Save Water নীতি গ্রহণ জরুরি।তিনি জানান, রাজ্যে ওয়াটারশেড ম্যানেজমেন্ট ফেজ-২-এর আওতায় ১৮টি মহকুমায় ৪৮টি প্রকল্প চলছে। নির্মিত হয়েছে ১৮১টি চেক ড্যাম, ১,০১৪টি পুকুর ও ৪৪টি অমৃত সরোবর। মার্চ ২০২৬-এর পর ফেজ-৩ শুরু হবে। জলাধার উন্নয়ন, বনায়ন ও বৃক্ষরোপণের মাধ্যমে সরকার টেকসই কৃষি ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর।
Save Water, Save Agriculture—ভবিষ্যতের পথে ত্রিপুরার ওয়াটারশেড উদ্যোগ
