সড়ক সুরক্ষা নিয়ে জনসচেতনতা বাড়াতে শনিবার ৩ জানুয়ারি ২০২৬ আগরতলা শহরের মোটরস্ট্যান্ড এলাকায় বিশেষ লিফলেট প্রচার কর্মসূচির আয়োজন করে উইমেন্স কলেজের NSS ইউনিট। কর্মসূচিতে অংশ নেন NSS-এর স্বেচ্ছাসেবীরা। এদিন মোটরশ্রমিক, পথচলতি সাধারণ মানুষ ও বাইক চালকদের হাতে সড়ক সুরক্ষা সংক্রান্ত লিফলেট তুলে দেওয়া হয়। দ্রুতগতিতে গাড়ি চালানো, ট্রাফিক আইন অমান্য, হেলমেট ও সিটবেল্ট ব্যবহার না করা, নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানোসহ নানা কারণে দুর্ঘটনার সংখ্যা যেভাবে বাড়ছে, তা নিয়ে সচেতন করেন স্বেচ্ছাসেবীরা। সমগ্র কর্মসূচির তত্ত্বাবধানে ছিলেন NSS প্রোগ্রাম অফিসার রমা ভট্টাচার্য।
NSS-এর উদ্যোগে নিরাপদ আগামী
