বিলোনিয়ার পিয়ারবাড়ি থানার সামনে Naka Checking চলাকালীন পুলিশের বড় সাফল্য। বাইক চালক সোমেন শীলের কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করে পুলিশ। বরপাথরির বাসিন্দা সোমেনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তার সূত্র ধরে রাজনগর বিধানসভার গাবতলী এলাকার প্রসেনজিৎ দাসকেও নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে। পুলিশ মনে করছে, প্রসেনজিৎ দাসের কাছ থেকেই অস্ত্রটি নিয়ে যাচ্ছিল সোমেন শীল
Naka Checkingয়ে অস্ত্র উদ্ধার
