উদয়পুরের ঐতিহ্যবাহী রমেশ ইংরেজি মাধ্যম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উপলক্ষে প্লাটিনাম জুবিলি উৎসবের শুভ সূচনা হলো বর্ণাঢ্য আয়োজনে। চার দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা। তিনি বলেন, রমেশ স্কুল শুধু শিক্ষা প্রতিষ্ঠান নয়, বহু প্রজন্ম গড়ার এক ঐতিহাসিক কেন্দ্র। অনুষ্ঠানে অর্থমন্ত্রী প্রনজিৎ সিংহ রায়সহ জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত ছিলেন। বিদ্যালয় প্রাঙ্গণে উৎসব ঘিরে প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীদের মিলনমেলায় সৃষ্টি হয় আবেগঘন পরিবেশ।
৭৫ বছরের গৌরব, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ইতিহাসের সাক্ষী উদয়পুর রমেশ স্কুল
