নতুন বছরের রাতে ডেলিভারি বন্ধ?

নতুন বছরের ঠিক আগে ভারতের GIG ও ডেলিভারি কর্মীরা দেশব্যাপী কর্মবিরতির ডাক দিয়েছে। Swiggy, Zomato, Blinkit, Zepto, Amazon ও Flipkart–এর সঙ্গে যুক্ত কর্মীরা অভিযোগ তুলেছেন কম পারিশ্রমিক, অতিরিক্ত কাজের চাপ, দুর্ঘটনার ঝুঁকি ও সামাজিক সুরক্ষার অভাব নিয়ে। বিশেষ করে “১০ মিনিটে ডেলিভারি” লক্ষ্যের ফলে জীবন বিপন্ন হচ্ছে বলে দাবি। শ্রমিক সংগঠনগুলির মতে, সরকার ও সংস্থাগুলি দাবি না মানলে আন্দোলন আরও তীব্র হবে। এর জেরে নতুন বছরের রাতে অনলাইন অর্ডার ও ডেলিভারি পরিষেবায় বড় প্রভাব পড়তে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *