যোগেন্দ্রনগরের বিদ্রোহী কবি নজরুল বিদ্যাভবনে আজ থেকে শুরু হলো NSS ইউনিটের বার্ষিক বিশেষ শিবির। শিবিরের উদ্বোধন করেন রাজ্যসভার সম্মানীয় সাংসদ শ্রী রাজীব ভট্টাচার্য। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের ২৯ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর ও স্কুল ম্যানেজমেন্ট কমিটির চেয়ারপার্সন স্মৃতি রুমা দাস সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যোগাসন অ্যাসোসিয়েশন অব ত্রিপুরার সাধারণ সম্পাদক শ্রী পঙ্কজ মজুমদার এবং বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা স্মৃতি চামেলি ধর। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা স্মৃতি শর্মিষ্ঠা দেবের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন NSS প্রোগ্রাম অফিসার স্মৃতি মণিদীপা বিশ্বাস। অনুষ্ঠানে NSS স্বেচ্ছাসেবকদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আগামী সাতদিন ধরে বিভিন্ন সামাজিক ও সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করা হবে।
সেবার ব্রতে এগিয়ে চলা—NSS বিশেষ শিবিরে সমাজগঠনের অঙ্গীকার
