১২ জানুয়ারি Yuva দিবসকে সামনে রেখে ১৩ প্রতাপগড় মন্ডলের উদ্যোগে নানা কর্মসূচির অংশ হিসেবে আজ এক বর্ণাঢ্য বাইক র্যেলির আয়োজন করা হয়। র্যেলিতে উপস্থিত ছিলেন যুব মোর্চার সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব। এছাড়াও ১৩ প্রতাপগড় মন্ডলের সভাপতি স্বপ্না দাসসহ দলের একাধিক কার্যকর্তা অংশগ্রহণ করেন। যুবসমাজকে উদ্বুদ্ধ করাই ছিল এই কর্মসূচির মূল লক্ষ্য
Yuva শক্তির বার্তা, প্রতাপগড়ে বাইক র্যেলি
