ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের বৃদ্ধদের প্রতি সম্মান জানানোর বার্তাকে সামনে রেখে উইমেন্স কলেজ NSS ইউনিট এক মানবিক কর্মসূচির আয়োজন করে। ৬ই জানুয়ারি বুধবার আগরতলার অভয়নগরস্থিত সান্ধ্য নীড় বৃদ্ধাশ্রমে স্বেচ্ছাসেবীরা দুঃস্থ বৃদ্ধাদের হাতে কম্বল ও শুকনো খাবার তুলে দেন। প্রবল শীতে এই সহায়তায় আবেগে ভেসে যান আশ্রমবাসীরা। সচেতনতা লিফলেট বিতরণ, ত্রাণ, বস্ত্র ও খাদ্য দানসহ সমাজসেবায় NSS-এর এই উদ্যোগ ভবিষ্যতেও চলবে বলে জানান প্রোগ্রাম অফিসার রমা ভট্টাচার্য।
যেখানে সেবা, সেখানেই মানবতা—NSS-এর হাতে উষ্ণতার পরশ
