দীর্ঘ আড়াই দশক ধরে চলা পাঁচ বছরের Fixed Pay নীতি খারিজ করল ত্রিপুরা উচ্চ আদালত। আদালতের Justice-ভিত্তিক রায়ে স্পষ্ট নির্দেশ, চাকরির প্রথম দিন থেকেই নিয়মিত বেতনক্রম কার্যকর করতে হবে। এই রায়ে টেট শিক্ষকসহ স্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত সরকারি কর্মচারীরা সরাসরি উপকৃত হবেন। মামলার পক্ষের আইনজীবী পুরুষোত্তম রায় বর্মণ জানান, এই রায় কর্মচারীদের আর্থিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার পথে এক গুরুত্বপূর্ণ মাইলফলক।
পাঁচ বছরের Fixed Pay নীতি বাতিল! হাইকোর্টের ঐতিহাসিক Justice—শিক্ষক থেকে কর্মচারী, কারা পাচ্ছেন বড় স্বস্তি?
